Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Wednesday, July 13, 2011

Fwd: [The Sunday Indian (Bengali)] ‘কল্পতরু’ হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী



---------- Forwarded message ----------
From: Debojyoti Roy <notification+kr4marbae4mn@facebookmail.com>
Date: 2011/7/13
Subject: [The Sunday Indian (Bengali)] 'কল্পতরু' হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী
To: "The Sunday Indian (Bengali)" <141952465882717@groups.facebook.com>


'কল্পতরু' হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর ভট্টাচার্য ও দেবজ্যোতি রায় | Issue Dated: জানুয়ারি 13, 2011 ভোটের প্রচারে গিয়ে 'অনুন্নয়ন'ই জঙ্গলমহলের প্রধান সমস্যা বলেছিলেন৷ আর মুখ্যমন্ত্রীর আসনে বসার পর জঙ্গলমহলের প্রথম সফরে গিয়ে সেই উন্নয়নকেই হাতিয়ার করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা করলেন বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর৷ পাশাপাশি, বন্দুক ছেড়ে নতুন সরকারের এই 'কর্মযজ্ঞে' সামিল হয়ে আহ্বান জানান তিনি৷ তাঁর কথায়,
Debojyoti Roy 6:03pm Jul 13
'কল্পতরু' হয়েও জঙ্গলমহলের মন পেলেন না মুখ্যমন্ত্রী
চন্দ্রশেখর ভট্টাচার্য ও দেবজ্যোতি রায় | Issue Dated: জানুয়ারি 13, 2011
ভোটের প্রচারে গিয়ে 'অনুন্নয়ন'ই জঙ্গলমহলের প্রধান সমস্যা বলেছিলেন৷ আর মুখ্যমন্ত্রীর আসনে বসার পর জঙ্গলমহলের প্রথম সফরে গিয়ে সেই উন্নয়নকেই হাতিয়ার করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা করলেন বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর৷ পাশাপাশি, বন্দুক ছেড়ে নতুন সরকারের এই 'কর্মযজ্ঞে' সামিল হয়ে আহ্বান জানান তিনি৷ তাঁর কথায়, "বন্দুক ধরলে দেশের হয়ে ধরবেন৷ বন্দুক ধরুণ দেশের সেবা করার জন্য৷ ব্যাক্তিহত্যা করার জন্য নয়৷"
তবে, মঙ্গলবার নয়াগ্রাম ও ঝাড়গ্রামের দুই সভায় মমতা বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজের কথা ঘোষণা করলেও এদিনের সভায় জনগণের সমাবেশ ছিল যথেষ্টই কম৷ যে ঝাড়গ্রামে গত ৯ আগস্ট লক্ষাধিক জনগণের মাঝে স্বামী অগ্নিবেশ ও মেধা পাঠেকরকে নিয়ে সভা করেছিলেন 'জননেত্রী' মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ঝাড়গ্রামেই এদিনের সভায় ভিড় হয়েছিল সাকুল্যে হাজার পাঁচেক৷ এমনকি, দ্বিতীয় সভাস্হল নয়াগ্রামও ছিল একইরকম ফ্লপ৷ আর, এর কারণ হিসাবে জঙ্গলমহল নিয়ে মুখ্যমন্ত্রীর মমতার 'দিশাহীন' সরকার পরিচালনাকেই দায়ী করছে রাজনৈতিকমহল৷
এদিনের সভায় মাওবাদীদের নাম না করে অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফেরার আহ্বান জানান তিনি৷ মাওবাদীদের সঙ্গে তাঁর 'ভুল বোঝাবুঝি'র কথা স্বীকার করে নিয়ে আলোচনার পথ খোলা রেখে তাঁদের 'উন্নয়ন যজ্ঞে' সামিল হওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, "বন্ধুগণ, যাঁরা আমাকে ভুল বুঝেছেন , আমি তাঁদের আলোচনায় বসতে আহ্বান জানাচিছ৷" এদিন মমতা নতুন-পুরানো মিলিয়ে জঙ্গলমহলের জন্য ৪০ দফা কর্মসূচী ঘোষণা করেন৷
প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও মুখ্যমন্ত্রীর এই প্যাকেজ কিন্তু টানতে পারেনি জঙ্গলমহলকে৷ যে ছিতামণি মুর্ুর উপড়ে দেওয়া চোখ নিয়ে একসময় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি, ঝাড়গ্রামের সভায় মুখ্যমন্ত্রী তাঁর নামে লাখ টাকা ঘোষণা করলেও সভার চৌহদ্দির মধ্যে পাওয়া গেল সেই ছিতামণিকে৷ মুখ্যমন্ত্রী যখন 'পাঁচহাজারি' সভায় ভাষণ দিচেছন, দিনমজুর ছিতামণি তখনও ব্যস্ত ধান রোওয়ার কাজেই৷ 'কেন সভায় নেই' - এই প্রশ্নের সহজ উত্তর ছিতামণির - "আমাদের তো কেউ বলেই নি যে মুখ্যমন্ত্রী সভা করতে আসছেন জঙ্গলমহলে৷" অন্যদিকে, জেলবন্দি ছত্রধর মাহাতর স্ত্রী নিয়তির জবাব, "আগস্টে যখন লালগড়ের সভায় গিয়েছিলাম তখন ওনার আমাদের দরকার ছিল৷ আজ হয়ত আর দরকার নেই, তাই আমাদের থেকে অনেক দূরে চলে গেছেন উনি৷" মমতার দুটি সভার একটিতেই যৌথবাহিনী প্রত্যাহার কিংবা বন্দিমুক্তির প্রসঙ্গ উঠে আসেনি৷ এই ব্যাপারটাও কিন্তু নজর এড়িয়ে যায়নি জঙ্গলমহলের৷


জঙ্গলমহলে 'কল্পতরু' মুখ্যমন্ত্রী
· এলাকাভিত্তিকভাবে জঙ্গলঘেঁষা মানুষকে বনাঞ্চলের অধিকার
· জঙ্গলমহলের জন্য স্পেশাল কনস্টেবল
· পুলিশের অত্যাচারে গুরুতর আহতদের মাথাপিছু এক লাখ, কম আহতদের মাথাপিছু ৫০,০০০
· ভূমিহীন কৃষকদের পাট্টা বিলি
· ৩-৪টি ব্লকে বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্র
· জিএনএম ও এএনএমের আওতায় নার্সিং কলেজ
· তিন জেলা মিলিয়ে ১০,০০০যুবক-যুবতীকে নিরাপত্তা বাহিনীতে চাকরি
· জঙ্গলমহলে আলাদা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক
· ভাতাভোগী দুঃস্হ কৃষকদের সংখ্যা একলাফে ৮০০০ থেকে ৭৫,০০০
· কৃষিবন্ধু স্কিমে মাসে ৪,০০০টাকা
· বছরে ৪২,০০০টাকা পর্যন্ত আয়ের আদিবাসী পরিবারকে মাসে ১২কেজি চাল
· আয় বছরে ৩৬,০০০টাকার মধ্যে হলে সাধারণ পরিবারকেও সপ্তাহে ২ কেজি করে চাল
· কিশোরীদের পোস্ট ম্যাট্রিক বৃত্তিতে পাঁচ মাসের জন্য ২,৭৫০টাকা
· নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া সব কিশোরীদের তিন মাসের মধ্যে সাইকেল
· শালবনি-নয়াগ্রাম গোপীবল্লভপুরে কলেজ
· সুকলগুলিতে অলচিকি ভাষা পড়ানোর জন্য ১,৮০০শিক্ষক
· তিন জেলার মোট ২৩৫ মাধ্যমিক স্তরের সুকলকে উচচমাধ্যমিকে উন্নীত করা (পঃ মেদিনীপুরে১২৪, বাঁকুড়া ৪৮ ও পুরুলিয়ায়৬৩)
· ছাত্র ছাত্রীদের জন্য ৩৩ টি হস্টেল
· স্বাস্হ্য পরিষেবায় বরাদ্দ ১২০ কোটি টাকা
· ব্লকে ১৫ দিন চিকিৎসা শিবির
· ৬মাসে অঙ্গনওয়ারি কেন্দ্র
· প্রতিটি ব্লকে পুষ্টি পুনবার্সন কেন্দ্র
· সব ব্লক প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে ৩০ শয্যার হাসপাতাল
· তিন জেলায় পানীয় জল প্রকল্পে ১১২ কোটি৷ ব্যয় আড়াই বছরে
· তিন জেলায় ৩৬ টি প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্র
· ঝাড়গ্রাম স্বাস্হ্য কেন্দ্রকে জেলাস্হরে হাসপাতালে উন্নীতকরণ৷ দুটি নার্সিং সুকল
· একমাসের মধ্যে ঝাড়গ্রাম উন্নয়ন পর্ষদকে পুনরুজ্জীবিত করা
· সাঁওতাল অ্যাকাডেমি, ক্রীড়া অ্যাকাডেমি
· সুবর্ণরেখা নদীর উপর স্হায়ী ব্রিজ

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments: