Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Friday, May 29, 2015

ভারতে ইকবাল তারানা-ই-হিন্দিতে ভূষিত

আলিয়া বিশ্ববিদ্যালয়ে কবি ইকবালের নামে চালু হচ্ছে নতুন চেয়ার৷‌ উর্দু ভাষা চর্চার বিশেষ বিভাগ আর 
উর্দু আকাডেমিতে চালু হচ্ছে নিয়মিত ইকবাল গবেষণার বিশেষ সুযোগ৷‌ এ ছাড়াও প্রতি বছর ইকবালকে ঘিরে একটি অনুষ্ঠান৷‌ এ সবই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার বিকেলে নজরুল মঞ্চে ঘোষণা করেন৷‌

তার আগে কবি ইকবালকে মরণোত্তর বিশেষ সম্মান 'তারানা-ই-হিন্দি' জানানো হয় রাজ্য সরকারের তরফে৷‌ সেই সম্মাননা গ্রহণ করেন কবির পৌত্র ওয়ালিদ ইকবাল৷‌ তিনি বলেন, এই সম্মান কবি ইকবাল পেলেন রবীন্দ্রনাথের মাটি থেকে৷‌ রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পান তখন ইকবালকে নিয়েও কথা উঠেছিল৷‌ কিন্তু সমালোচকরা বলেছিলেন রবীন্দ্রনাথের লেখার মধ্যে মানবিকতা ও আন্তর্জাতিকতা আছে৷‌ তা ইকবালের লেখার মধ্যে নেই৷‌ প্রতিবাদ করেছিলেন পণ্ডিত ও রাজনীতিবিদ তেজ বাহাদুর সাপ্রু৷‌ ইকবাল ১৯০৪ সালে সারে জাঁহা সে আচ্ছা লিরি'টি লিখেছিলেন৷‌ ভারত স্বাধীন হওয়ার পর জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় রবীন্দ্রনাথের জনগণমন ও জাতীয় গীত হিসেবে স্বীকৃতি পায় বঙ্কিমের বন্দেমাতরম আর ইকবালের সারে জাঁহা সে আচ্ছা৷‌ ১৯৩৮ সালে মরহুম কবি ইকবাল সমাজবাদে বিশ্বাসী ছিলেন৷‌ কার্ল মার্কসকে নিয়েও তিনি কবিতা লিখেছিলেন৷‌

দেশ ভাগের আগে ও পরে তিনি ও তাঁর বংশধর পাকিস্তানেই থেকে যান৷‌ পৌত্রের কাছ থেকে শোনা গেল পাকিস্তানে তিনি জাতীয় নায়কের মর্যাদা পেলেও ভারতে তাঁর লেখা গানই শুধু গাওয়া হয় অন্য মর্যাদা তিনি এতদিন পাননি৷‌ তবে ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে চরণজিৎ সিংয়ের নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে হকিতে সোনা জেতার পর খেলোয়াড়রা 'সারে জাঁহা সে আচ্ছা' গানই গেয়েছিলেন৷‌

যে সুরে এখন সাধারণত গানটি বাজে তা পণ্ডিত রবিশঙ্করের দেওয়া৷‌ লতা মঙ্গেশকরের দেওয়া সুরেও কোথাও কোথাও গাওয়া হয়৷‌ অনুষ্ঠানে কেউ যদি এটা উল্লেখ করে দিতেন তা হলে হয়ত ইকবাল পৌত্রেরও ভালো লাগত৷‌
সূত্র : আজকাল


No comments: