Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Wednesday, July 17, 2013

টেলিকম-সহ ১৩ ক্ষেত্রে এফডিআই হার বাড়ল

টেলিকম-সহ ১৩ ক্ষেত্রে এফডিআই হার বাড়ল

টেলিকম-সহ ১৩ ক্ষেত্রে এফডিআই হার বাড়ল
নয়াদিল্লি: টেলিকমক্ষেত্রেপ্রত্যক্ষবিদেশিবিনিয়োগের হার বাড়িয়ে ১০০শতাংশ করল কেন্দ্রীয়সরকার৷বিমা , প্রতিরক্ষার মতো১৩টিক্ষেত্রেবাড়ানোহয়েছেপ্রত্যক্ষবিদেশিবিনিয়োগেরপরিমাণ৷ফেসবুকেএইসিদ্ধান্তের কড়াসমালোচনাকরেছেনমমতাবন্দ্যোপাধ্যায়৷দ্বিতীয়ইউপিএসরকারেরএইসিদ্ধান্তসাধারণমানুষেরজীবন এবং দেশেরনিরাপত্তাকেপ্রশ্নচিহ্নেরমুখেঠেলে দিল বলে মন্তব্যকরেছেনতিনি৷


মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিদেশি সংস্থাগুলির দেশের বিমা ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজনও থাকছে না৷ প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো হয়েছে একটু ঘুরপথেই৷ এই ক্ষেত্রে স্বাভাবিক বিদেশি বিনিয়োগের হার ২৬ শতাংশই থাকছে৷ তবে উত্কর্ষযুক্ত প্রযুক্তির ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৪৯ শতাংশ পর্যন্ত অনুমোদন করার ব্যবস্থা রাখা হয়েছে৷ তবে অসামরিক বিমান পরিবহণ, বিমানবন্দর, মিডিয়া, বহু ব্যান্ডের খুচরো পণ্য এবং চালু ওষুধ প্রস্ত্ততকারী সংস্থাগুলিতে প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ একই রাখা হয়েছে৷ ফেসবুকে মমতা এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন৷ তিনি বলেছেন, 'সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ টেলিকমে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে৷ দেশের টেলিকম ক্ষেত্রের নিয়ন্ত্রক হয়ে দাঁড়াবে বিদেশি সংস্থাগুলি৷' মমতা বলেন, প্রতিরক্ষা টেলিকম ব্যবস্থার উপর নির্ভরশীল৷ বিদেশি বিনিয়োগ এলে দেশীয় সংস্থাগুলি বিদেশি প্রযুক্তি হাতে পাবে এই ভাবনা অলীক৷

No comments: