Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Friday, September 5, 2014

মুুক্তবাজারে ষাঁড়ের যেমন দাপট,তেমনিই ধর্ষণেই পুরুষতন্ত্রের আধিপাত্য পলাশ বিশ্বাস

মুুক্তবাজারে ষাঁড়ের যেমন দাপট,তেমনিই ধর্ষণেই পুরুষতন্ত্রের আধিপাত্য
পলাশ বিশ্বাস


মুুক্তবাজারে ষাঁড়ের যেমন দাপট,তেমনিই ধর্ষণেই পুরুষতন্ত্রের আধিপাত্য,প্রমাণ,২০১৩ সালে ভারতে প্রতিদিন গড়ে ৯২ জন মহিলা ধর্ষিতা হয়েছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য দিল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)। ২০১২ সালে দেশে ধর্ষণের সংখ্যা ছিল ২৪ হাজার ৯২৩টি। গত বছর তা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৭০৭টি।

ধর্ষণ সংস্কৃতি অপ্রতিরোধ্য।বাড়িতে ষাঁড় পাঠিয়ে রেপ করানো এখন অতি মহিমামন্ডিত রাজনীতি শাসকের।

সালিশিতেও রেহাই নেই।
বিচারে দন্ড ধর্ষণ।

প্রতিবাদ করলেই কামদুনি।
প্রতিবাদ করলেই মাওবাদী।
শ্লীলতাহানি বিশ্ববিদ্যালয়ে।
শ্লীলতাহানি শান্তিনিকেতনে।

অনুসন্ধানের ফলাফল

  1. কামদুনি - Zee News - India

  2. zeenews.india.com/bengali/tags/কামদুনি.html
  3. কামদুনি - Get latest news on কামদুনি. Read Breaking News on কামদুনি updated and published at Zee News Hindi.
  4. কামদুনি ধর্ষণ - Latest News on কামদুনি ধর্ষণ | Read ...

  5. zeenews.india.com/bengali/tags/কামদুনি-ধর্ষণ.html
  6. কামদুনি ধর্ষণ - Get latest news on কামদুনি ধর্ষণ. Read Breaking News on কামদুনি ধর্ষণ updated and published at Zee News Hindi.
  7. কামদুনি থেকে : দীপাঞ্জন - Facebook

  8. https://www.facebook.com/notes/.../কামদুনি.../532857243418394
  9. কামদুনি থেকে দীপাঞ্জন. বারাসাতের কামদুনি গ্রামটিতে গণধর্ষণ আর হত্যা ঘটনা ঘটে যাওয়ার পর, কলকাতার কিছু রাজনৈতিক কর্মী, আর অন্যান্য ব্যক্তিদের সঙ্গে স্থানীয় মানুষদের আন্দোলনের সংহতিতে গ্রামটিতে গিয়েছিলাম গত ১৬ জুন। মমতার কামদুনিসফরের ঠিক একদিন আগে। নিচের লেখায় তারই একটা সংক্ষিপ্ত বিবরণ ধরা থাকলঃ আমি এর আগে কোন ...
  10. রাজকোষে মাথা নুইয়েছে কামদুনি - EI-Samay

  11. eisamay.indiatimes.com › শহরকলকাতা
  12. ৫ নভেম্বর, ২০১৩ - কৌশিক সরকার ও মণিপুষ্পক সেনগুপ্ত চাকরি নয়, টাকা নয়৷ অপরাজিতার ধর্ষক খুনিদের ফাঁসি চাই! গোটাকামদুনি গ্রাম চষে ফেলেও সেই পোস্টারগুলি আর খুঁজে পাওয়া যাবে না৷ কামদুনি আজ মাথা নত করেছে রাজকোষের কাছে৷ এক মাস আগেও কামদুনির বাড়ির দেওয়াল, পাঁচিল জানান দিত অপরাজিতার মর্মান্তিক মৃত্যুর ঘটনা৷ শোকস্তব্ধ এবং ...
  13. কামদুনি News - কামদুনি Latest news on bengali.oneindia.in

  14. bengali.oneindia.in › Bengali
  15. ৭ জুন, ২০১৪ - কামদুনি News - Get List of Updates on কামদুনি news, কামদুনি breaking news and কামদুনি current news on bengali.oneindia.in.

  16. কামদুনি-এর চিত্রচিত্রগুলি রিপোর্ট করুন
    • কামদুনি এর চিত্র ফলাফল
    • কামদুনি এর চিত্র ফলাফল
    • কামদুনি এর চিত্র ফলাফল
    • কামদুনি এর চিত্র ফলাফল
    • কামদুনি এর চিত্র ফলাফল

  17. কামদুনি ধর্ষণ-খুনের আজ ১ বছর, কারও শাস্তি হয়নি - Aajkaal

  18. www.aajkaal.net/07-06-2014/news/222325/
  19. ৭ জুন, ২০১৪ - সোহম সেনগুপ্ত: কামদুনির কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের এক বছর কেটে গেলেও এখনও দোষীদের শাস্তি না হওয়ায় হতাশ কামদুনির বাসিন্দারা৷‌ আজ শনিবার কামদুনির ঘোষপাড়া, কয়ালপাড়া, মণ্ডলপাড়া ও নস্করপাড়ার বাসিন্দারা কামদুনি প্রাইমারি স্কুলের সামনে সকাল ১০টায় নির্যাতিত ছাত্রীর স্মরণে একটি স্মরণসভার আয়োজন ...
  20. গণধর্ষণের ১ বছর পরও কামদুনি আছে কামদুনিতেই - প্রচ্ছদ

  21. www.satdin.in/index.php/2014-04.../388-2014-06-07-09-36-09
  22. ৮ জুন, ২০১৪ - কামদুনি গণধর্ষণের ঘটনার এক বছর পর কামদুনি আছে কামদুনিতে। দোষীদের শাস্তি পেতে যাতে ...কামদুনি ঘটনার পর যে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও রক্ষা করেনি রাজ্য। রা্স্তার আলো,গ্রাম ... কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে শুধু কামদুনি নয় এর মত অসংখ্য গ্রাম আছে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। আর রবিবারই দেশে ...
  23. গণধর্ষণের ১ বছর পরও কামদুনি আছে কামদুনিতেই - প্রচ্ছদ

  24. www.satdin.in/index.php/2014-04.../388-2014-06-07-09-36-09
  25. রা্স্তার আলো,গ্রাম থেকে বাস রাস্তায় ছোট গাড়ির ব্যবস্থা কিছুই হয়নি এখনও।তবে যতদিন ন্যায় বিচার না হবে ততদিন কামদুনির মানুষেরা শাসক দলের রক্ত চক্ষু উপেক্ষা করে লড়বেন বলে ঠিক করেছেন। কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে শুধু কামদুনি নয় এর মত অসংখ্য গ্রাম আছে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। আর রবিবারই দেশে আরেকটি শহর,মুম্বইয়ে ...
  26. কামদুনি , এখন - প্রথম পাতা

  27. www.guruchandali.com › বুলবুলভাজা
  28. ১২ সেপ্টেম্বর, ২০১৩ - কামদুনি , এখন. কুসুম্বা. ৭সেপ্টেম্বর কামদুনির স্কুল মাঠে অপরাজিতার স্মরণে হাজির হওয়া মানুষের নব্বই শতাংশই ছিল মেয়েরা| স্থানীয়রা ছিলেন ভালোসংখ্যক, সুঁটিয়া থেকে এসেছিলেন প্রতিবাদী মঞ্চের মানুষজন, কলকাতা ও উত্তর চব্বিশ পরগণার এপয়া ও অন্যান্য গণসংগঠনের কর্মীরা এবং কয়েকজন নামকরা ব্যক্তি| অপরাজিতার জন্য, ...
  29. কামদুনি: চার্জগঠন রফিকুলের বিরুদ্ধে - ABP News

  30. abpananda.abplive.in/state/.../কামদুনি-চার্জগঠন-রফিকুলের-ব
  31. ১৩ জানুয়ারী, ২০১৪ - কলকাতা: বাকিদের মতো কামদুনি মামলার নবম অভিযুক্ত রফিকুলের বিরুদ্ধেও খুন, ধর্ষণ, তথ্য প্রমাণ লোপাট-সহ ৭টি ধারায় চার্জ গঠন করল নগর দায়রা আদালত৷ ১০ সেপ্টেম্বর কামদুনি মামলায় ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়৷ তখনও ধরা পড়েনি রফিকুল৷ ফলে তার বিরুদ্ধে চার্জগঠন হয়নি৷ ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠনের পর এই মামলার ...


ধর্ষণ সংস্কৃতি সীমান্ত ডিঙিয়ে,এপার বাংলায় যেমন,তেমনিইওপার বাংলায়।

সাহিত্য,শিল্প,কর্মক্ষেত্র কোথাও পুরুষতান্ত্রিক আধিপাত্যে খামতি নেই,তাই সর্বত্র ধর্ষণ।

জাপানি তেলের বিজ্ঞাপন,যেখানে খুশি সেখানে কন্ডোম ব্যবহারের বিজ্ঞাপন ছাড়া খবর হয়না।
সুগন্ধি থেকে হরেক পণ্যেই নারী পণ্যা,মুক্তবাজারে সর্বত্র নারী ধর্ষিতা।
সমাজের লজ্জা হয় না।
ধর্মের লজ্জা নেই।
আইন লজ্জিত নয়।
শাসকের লজ্জা নেই।

ধর্ষকের ভয় নেই।
ষাঁড় সংস্কৃতিতে সর্বত্র অভযদান।

অনুসন্ধানের ফলাফল

  1. বাংলাদেশে ধর্ষণ বাড়ছে | বিশ্ব | ডিডাব্লিউ.ডিই | 27.07.2014

  2. www.dw.de/বাংলাদেশে-ধর্ষণ-বাড়ছে/a-17810685
  3. ২৭ জুলাই, ২০১৪ - ধর্ষণ বাড়ছে বাংলাদেশে৷ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবেদন এবং পুলিশের তথ্যে তার প্রমাণ মিলছে৷ বিশ্লেষকরা বলছেন এর জন্য আইনের প্রয়োগে ঢিলেমি এবং সামাজিক অবস্থা কাজ করছে৷.

  4. ধর্ষণ বাংলাদেশে-এর চিত্রচিত্রগুলি রিপোর্ট করুন
    • ধর্ষণ বাংলাদেশে এর চিত্র ফলাফল
    • ধর্ষণ বাংলাদেশে এর চিত্র ফলাফল
    • ধর্ষণ বাংলাদেশে এর চিত্র ফলাফল
    • ধর্ষণ বাংলাদেশে এর চিত্র ফলাফল

  5. বাংলাদেশে ধর্ষণ বাড়ছে - savarnews24.com

  6. savarnews24.com/archives/957
  7. অনলাইন ডেস্ক, (সাভার নিউজ ২৪.কম) : ধর্ষণ বাড়ছে বাংলাদেশে৷ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবেদন এবং পুলিশের তথ্যে তার প্রমাণ মিলছে৷ বিশ্লেষকরা বলছেন এর জন্য আইনের প্রয়োগে ঢিলেমি এবং সামাজিক অবস্থা কাজ করছে৷. ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সারা দেশ থেকে গড়ে প্রতিদিনই গড়ে ...
  8. ফটোসাংবাদিক ধর্ষণ: বাংলাদেশে পালাতে... - Tazakhobor ...

  9. https://www.facebook.com/tazakhobornews/posts/608432592513350?...
  10. ফটোসাংবাদিক ধর্ষণ: বাংলাদেশে পালাতে চেয়েছিল অভিযুক্ত আনসারি http://tazakhobor.com/bangla/international/9832-2013-08-26-10-45-42.
  11. বাংলাদেশে ছয় মাসে ধর্ষিত ৪৩১ জন: মহিলা পরিষদ - BBC Bangla ...

  12. www.bbc.co.uk/.../07/140722_mk_bangla_rape_mahila_parishad.shtml
  13. ২২ জুলাই, ২০১৪ - বাংলাদেশে নারী অধিকার নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা বাংলাদেশ মহিলা পরিষদ, বলছে চলতি বছরের প্রথম ছয় মাসে ২২০৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। সংস্থাটি মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে নারীর প্রতি এ ধরনের সহিংসতার অবসানে ধর্ষণ-বিরোধী আইন কার্যকরসহ বেশ কিছু সুপারিশও করেছে।
  14. ফটোসাংবাদিক ধর্ষণ: বাংলাদেশে পালাতে চেয়েছিল আসামি ...

  15. www.poriborton.com/.../ফটোসাংবাদিক-ধর্ষণ-বাংলাদেশে-...
  16. দূরদেশ ডেস্ক ::মুম্বাইয়ে ফটোসাংবাদিক ধর্ষণের পাঁচ আসামিকেই গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। তবে শেষে আটককৃত সেলিম আনসারিবাংলাদেশে পালাতে চেয়ে.
  17. বিডিটুডে.নেট:ধর্ষণ বাড়ছে বাংলাদেশে! - BD Today

  18. www.onbangladesh.org/newsdetail/detail/40/85728
  19. ধর্ষণ বাড়ছে বাংলাদেশে! 27 Jul, 2014. দিনে দিনে ধর্ষণ বেড়েই চলেছে বাংলাদেশে৷ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবেদন এবং পুলিশের তথ্যে তার প্রমাণ মিলছে৷ বিশ্লেষকরা বলছেন এর জন্য আইনের প্রয়োগে ঢিলেমি এবং সামাজিক অবস্থা কাজ করছে৷ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সারা দেশ থেকে গড়ে ...
  20. ফটোসাংবাদিক ধর্ষণ: বাংলাদেশে পালাতে চেয়েছিল অভিযুক্ত ...

  21. probasebangladesh.com/2013.08.26.5528.html
  22. ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল মুম্বাইয়ে নারী সাংবাদিক গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত সেলিম আনসারি। সালিম আনসারিকে রোববার সকালে দিল্লি-হরিয়ানা সীমানা থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ এবং মুম্বাই অপরাধ দমন শাখার বিশেষ দল। আনসারি বিহার হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে ...
  23. ফটোসাংবাদিক ধর্ষণ: বাংলাদেশে পালাতে চেয়েছিল অভিযুক্ত ...

  24. unify24.com/newspaper/detail/165175
  25. ফটোসাংবাদিক ধর্ষণ: বাংলাদেশে পালাতে চেয়েছিল অভিযুক্ত আনসারি | international | natunbarta.com | Top Online Newspaper in Bangladesh. শনিবার, ০৭ জুন ২০১৪. English. বাংলা ফন্ট. প্রচ্ছদ. জাতীয়. রাজনীতি. আইন-আদালত. অর্থ ও বাণিজ্য. স্পোর্টস. ব্রাজিল বিশ্বকাপ ২০১৪. বিদেশ. প্রবাস. মিডিয়া. ঢাকার বাইরে. শিক্ষাঙ্গন. এন্টারটেইনমেন্ট.
  26. Rape during the Bangladesh Liberation War - Wikipedia, the free ...

  27. en.wikipedia.org/wiki/Rape_during_the_Bangladesh_Liberation_War
  28. During the 1971 Bangladesh war for independence, members of the Pakistani military and supporting Bihari and Razaker militias raped between two and four ...
  29. Bangladesh's Birangona women: 'Tell the world our story' | Stage ...

  30. www.theguardian.com/.../silence-bangladesh-birangona-women-of-war-...
  31. Hundreds of thousands of women were raped during Bangladesh's war of independence. Now they are speaking out in a powerful new play, reports Tahmima ...

ধর্ষণের দিক থেকে দেশের মধ্যে প্রথম হয়েছে দিল্লি। ২০১৩ সালে দেশের রাজধানী শহরে ধর্ষণ হয়েছিল ১৬৩৬টি। সেখানে ২০১২ সালে দিল্লিতে সরকারী খাতায় ধর্ষণ নথিভুক্ত করা হয়েছিল ৭০৬টি।
রঙিন শহর মুম্বই ধর্ষণে দিল্লির পরের স্থানে। বাণিজ্য নগরীতে ২০১৩ সালে ধর্ষণ হয়েছে ৩৯১টি। ২০১৩-য় জয়পুর ও পুনেতে ধর্ষণের সংখ্যা যথাক্রমে ১৯২ ও ১৭১টি।
দিল্লি মহিলাদের কাছে যে নিরাপদ নয়, সেটা ২০১২-র ১৬ ডিসেম্বরের রাতে চলন্ত বাসে গণধর্ষণ সহ পরবর্তীকালের একাধিক ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। এনসিআরবি-র তথ্যেও প্রকাশ, দিল্লিতে ২০১৩ থেকে ২০১৪-য় বেড়ে দ্বিগুণ হয়েছে ধর্ষণ। ২০১২ সালে যে রাজধানী শহরে ৭০৬টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেখানে গত বছর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৬টি। রিপোর্ট জানাচ্ছে, গড়ে ২০১৩ সালে প্রতিদিন দিল্লিতে ধর্ষণ হয়েছে ৪টি।  
বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণকারী নির্যাতিতার পূর্বপরিচিত! ৯৪ শতাংশ ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতা আগে থেকে চিনতেন ধর্ষককে।
  • ধর্ষণ এর চিত্র ফলাফল
  • ধর্ষণ এর চিত্র ফলাফল
  • ধর্ষণ এর চিত্র ফলাফল
  • ধর্ষণ এর চিত্র ফলাফল
  • RAPE/ধর্ষণ | সেরা-চটি

  • https://sherachoti.wordpress.com/category/rapeধর্ষণ/
  • নিজে জন্ম দেয়ার পর তাদের ২০ বছর ধরে ধর্ষণ করে আসছেন পিতা। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। পিতার লালসার শিকার দুই বোন মুখ খোলায় বের হয়েছে পিতার কু-কৃত্তি। আর দিব্যি পিতার এই অনাচারে সমর্থন যুগিয়ে গেছেন মা। মঙ্গলবার স্বামীদের নিয়ে থানায় গিয়ে পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন দুই বোন। আর নিজেদের ওপর এই লালসার ...
  • ধর্ষণ | বাংলা চটি সম্ভার

  • sexasiabd.wordpress.com/category/ধর্ষণ/
  • Posts about ধর্ষণ written by shoeb45. ... কাজের মেয়েকে ধর্ষণ. ওর নাম ফাগুন, আমাদের বাসার নতুন কাজের মেয়ে। অন্য দশটা কাজের মেয়ের সাথে ওর তুলনা করা যাবে না। আমি হলফ করে বলতে পারি আমাদের সম্ভ্রান্ত ফ্যামিলির অনেক মেয়েদের থেকে ও অনেক সুন্দর ছিল, বিশেষ করে ওর বুক। আসলে মেয়েটার বয়স … Continue reading → · Aside | Posted on ...
  • শৌচাগারে সহপাঠীকে ধর্ষণ করলো সপ্তম শ্রেনীর ছাত্র | Hello Today

  • hello-today.com/শৌচাগারে-সহপাঠীকে-ধর্ষণ
  • হ্যালোটুডে ডেস্ক: তখনও স্যার ক্লাসে ঢোকেননি। স্যার আসার আগেই প্রকৃতির ডাকে সাড়া দিতে স্কুলের শৌচাগারে গেল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। পিছু নিল তারই এক সহপাঠী। এরপর শৌচাগারে পৌঁছে ওই ছাত্রীকে ধর্ষণ করে ওই ছাত্র। ধর্ষনের পর কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে চুপচাপ ক্লাসে গিয়ে বসে পড়ে ওই ছাত্র৷ কিন্তু মুখ বন্ধ রাখেনি ওই ছাত্রী ...
  • স্বামীকে দিয়ে বান্ধবীকে ধর্ষণ করালেন স্ত্রী! - bdnews24.com

  • bangla.bdnews24.com/world/article837346.bdnews
  • ১৭ আগস্ট, ২০১৪ - ভারতের বেঙ্গালুরু শহরে এক নারী তার স্বামীকে দিয়ে ঘনিষ্ঠ প্রতিবেশীর বউ ও বান্ধবীকে 'ধর্ষণ' করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
  • দৈনিক ধর্ষণ নিউজ.কম | Facebook

  • https://www.facebook.com/pages/দৈনিক-ধর্ষণ.../463221797078372
  • দৈনিক ধর্ষণ নিউজ.কম. 176733 likes · 4867 talking about this. News Personality.
  • ধর্ষণ সমাচার | Facebook

  • https://www.facebook.com/bars.com.bd
  • ধর্ষণ সমাচার. 14925 likes · 106 talking about this. এসো সচেতন হই.
  • স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

  • www.prothom-alo.com › বাংলাদেশ
  • ১১ জুন, ২০১৪ - চিকিৎ​সা নিতে রাজধানীতে এসে হোটেলকক্ষে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৬)৷ গত রোববার গভীর রাতে মগবাজারের এক অাবাসিক হোটেলে পাশের কক্ষে স্বামীকে বেঁধে রেখে তাঁকে ধর্ষণ করা হয়৷ ধর্ষণের অভিযোগে পুলিশ ওই কক্ষ থেকে মহানগর ছাত্রলীগের এক নেতা ও তাঁর এক সহযোগীকে ছুরিসহ গ্রেপ্তার করেছে৷...
  • বাংলাদেশীকে দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ!

  • mzamin.com/details.php?mzamin=Mzk3ODM=&s=Mg==
  • 1 দিন আগে - তবে পত্রিকাটি স্বামী ও স্ত্রীর জাতীয়তা বা তাদের পরিচয় প্রকাশ করেনি। ঘটনাটিকে মালয়েশিয়া দণ্ডবিধির ৩৭৬ ধারার আওতায় ধর্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পেতালিং জয়ার গোমবাক ওসিপিডি সহকারী কমিশনার আলি আহমাদ মঙ্গলবার বলেন, মহিলার বয়স ২৭। তিনি অন্তঃসত্বা। গত রোববার রাত সাড়ে দশটা হবে।
  • ভাইয়ের অপরাধে শাস্তি হিসেবে বোনকে ধর্ষণ - BBC Bangla - খবর

  • www.bbc.co.uk/bengali/news/2014/07/140711_mh_india_rape.shtml
  • ১১ জুলাই, ২০১৪ - ভারতের ঝাড়খন্ড রাজ্যে এক ১৪ বছরের কিশোরীকে তার বড় ভাইয়ের কথিত অপরাধের শাস্তি হিসাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনায় তদম্ত কমিটি, উপাচার্যের কাছে বাবা

Google plus share
Facebook share
Twitter share
LinkedIn share

গৌতম চক্রবর্তী: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউ জি সি) গাইড লাইন মেনে এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে তদম্ত কমিটি গড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷‌ এদিকে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দিলেন নিগৃহীতা ছাত্রীর বাবা৷‌ প্রসঙ্গত, ছেলেদের হস্টেলে তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয়বর্ষের ওই ছাত্রী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে৷‌ যে ১০ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা মূলত ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বলেই জানা গেছে৷‌ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ঘটনার পর ছাত্রীটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ জানায়৷‌ অভিযোগ উপাচার্য নাকি অভিযোগকারিণী ও অভিযুক্তদের বিষয়টি মিটিয়ে ফেলতে বলেন৷‌ যদিও এ বিষয়ে এদিনও মুখ খোলেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷‌ উপাচার্য এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চাননি৷‌ সাংবাদিকদের প্রশ্নের সামনে তিনি মৌন থেকেছেন৷‌ শুধু একটা কথাই তাঁর মুখে শোনা গেছে 'নো কমেন্টস'৷‌ স্বাভাবিকভাবেই সোমবার অভিযোগ জানানোর পরেও কর্তৃপক্ষ এখনও কেন কোনও ব্যবস্হা নিতে পারেননি সেই প্রশ্নও উঠছে৷‌ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিনই কমিটি করে ঘটনার তদম্ত করার সিদ্ধাম্ত নিয়েছেন বলে জানা গেছে৷‌ ইউ জি সি-র নিয়ম অনুসারে এই কমিটি অভিযুক্ত ছাত্রদের সঙ্গে এবং অভিযোগকারিণী ছাত্রীর সঙ্গে কথা বলে রিপোর্ট দেবে৷‌ তার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্হা নেবে৷‌ এ প্রসঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, যাদবপুরের ঘটনায় উপাচার্যকে তদম্ত কমিটি করতে বলেছিলাম৷‌ উনি আমাকে জানিয়েছেন তদম্ত কমিটি করা হয়েছে৷‌ দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে৷‌ একই সঙ্গে তাঁকে হস্টেলগুলোকে নজরদারি বাড়ানোর কথাও বলেছি৷‌ এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ বলেন, বিষয়টি ইন্টারনাল কমপ্লেন সেলে পাঠানো হয়েছে৷‌ তারাই বিষয়টি তদম্ত করে দেখবে৷‌ অভিযোগকারী ছাত্রীর বাবা উপাচার্যের সঙ্গে দেখা করে বেরিয়ে বলেন, লিখিত অভিযোগ করে উপাচার্যকে এ কথাই বলেছি যে, আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তার উপযুক্ত ব্যবস্হা নিতে৷‌ আর ভবিষ্যতে এরকম ঘটনা যেন বিশ্ববিদ্যালয়ের আর কোনও ছাত্রীর সঙ্গে না ঘটে তা দেখতে৷‌ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়৷‌ উপাচার্য আশ্বাস দিয়েছেন ব্যবস্হা গ্রহণ করার৷‌ আমরা আশাবাদী৷‌ অন্য দিকে এদিন বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে সভা করেন৷‌ ছাত্ররাও অবশ্য তাঁদের মতামত জানাতে চাননি৷‌ যাদবপুর থানার পুলিস ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তদের বিষয়ে খোঁজখবর নিয়েছে৷‌ পুলিস সূত্রে জানা গেছে, ছাত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের মধ্যে একজনকে ভালভাবেই চেনেন ওই ছাত্রী৷‌ মূলত ওই ছাত্রই দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে হস্টেলে নিয়ে যায়৷‌ আরও জানা গেছে ওই ছাত্রীর বিরুদ্ধে আগেও একটি অভিযোগ রয়েছে৷‌ সেই ঘটনারও তদম্ত চলছে৷‌
আজকালের প্রতিবেদন: বাড়িতে মদের আসর বসিয়ে পরিচারিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল! রিজেন্ট পার্কের ঘটনা৷‌ অভিযোগ, বাড়ির মালিক দীর্ঘদিন ধরে ওই পরিচারিকাকে আটকে রেখে ধর্ষণ করেছে৷‌ ভয় দেখানোর জন্য তুলে রাখা হয় ভিডিও ফুটেজও৷‌ বাড়িতে বন্ধুরা এলে মদের আসর বসিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতা৷‌ এমনকি অভিযুক্ত ব্যক্তির ভাইও তাঁকে ধর্ষণ করে৷‌ তাঁকে বাঙ্গুর হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে৷‌ পুলিস সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা সুভাষ মণ্ডল রিজেন্ট পার্কের বাঁশদ্রোণীর শ্রীকানন পল্লীতে থাকে৷‌ কয়েক বছর আগে এখানে ভাড়া আসে সে৷‌ স্ত্রী-র সঙ্গে থাকত৷‌ পরে স্ত্রীকে বিহারে রেখে আসে অভিযুক্ত৷‌ কলকাতায় কুরিয়ার সংস্হায় কাজ করে সুভাষ৷‌ নির্যাতিতা সুন্দরবনের বাসিন্দা৷‌ সুভাষের বাড়িতে ২০১৩ সাল থেকে পরিচারিকার কাজ করেন৷‌ এখানেই থাকতেন৷‌ থাকা-খাওয়া দিত সুভাষ৷‌ কয়েক মাস যাওয়ার পরে নির্যাতন শুরু হয়৷‌ প্রথমে অশ্লীল ভিডিও ফুটেজ তুলে তাঁকে ভয় দেখানো হয়৷‌ অভিযুক্ত বলে, এই ছবি এম এম এস এবং সিডি করে বাজারে ছড়িয়ে দেওয়া হবে৷‌ পরের দিকে বাড়িতে সুভাষ মদের আসর বসাত৷‌ সেখানে তাঁকে গণধর্ষণ করে অত্যাচার করা হত৷‌ এই ঘটনা যাতে বাইরের কেউ জানতে না পারে, তার জন্য ওই পরিচারিকাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়৷‌ বুধবার সাহস করে প্রতিবেশী বিষ্ণুপদ বণিক ও সঞ্জয় ঘোষকে বিষয়টি জানান নির্যাতিতা৷‌ থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই পরিচারিকা৷‌ এদিন সন্ধেয় অভিযুক্ত বাড়িতে এলে গ্রেপ্তার করে পুলিস৷‌ বাকিদের খোঁজে তল্লাশি চলছে৷‌

রাজ্যপালের কাছে নৈরাজ্যের নালিশ জানালেন মহিলারা, বাম বিধায়কেরাও

Google plus share
Facebook share
Twitter share
LinkedIn share

আজকালের প্রতিবেদন: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণ নিয়ে নতুন রাজ্যপালের দ্বারস্হ হল চার বাম মহিলা সংগঠন-সহ ১৮ নারী সংগঠনের যৌথ মঞ্চ 'নারী স্বাধীকার সমন্বয়'৷‌ একই সঙ্গে বুধবার বিকেলে ধর্ষণ ও শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিধানসভার বাম পরিষদীয় দলের সদস্যরা৷‌ রাজ্যপাল তাঁদের বলেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল৷‌ প্রতি মুহূর্তে তাঁর অফিস সমস্ত ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে৷‌ প্রতিনিধি দলের সদস্যদের দাবি, রাজ্যপাল তাঁদের কথা দিয়েছেন, রাজ্যের ডি জি, আই জি ও মুখ্য সচিবের কাছ থেকে তিনি এই সব ঘটনার রিপোর্ট চাইবেন৷‌ দরকারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও কথা বলবেন৷‌ এদিন বিকেলে নারী স্বাধিকার সমন্বয়ের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য৷‌ বাম পরিষদীয় দলের নেতৃত্বে ছিলেন আনিসুর রহমান৷‌ মালিনী ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, আমরা মাননীয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে লিখিতভাবে সমস্ত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার কথা জানিয়েছি৷‌ ধূপগুড়ির ঘটনা চিঠিতে না থাকলেও, মৌখিকভাবে জানিয়েছি৷‌ আমরা বলেছি, সুনিয়া থেকে শুরু করে কামদুনি, মধ্যমগ্রাম বা ধূপগুড়িতে ধর্ষণ করে খুনের মতো মারাত্মক ঘটনা ঘটেছে৷‌ পুলিস ধর্ষণকারীদের বিরুদ্ধে তো কোনও ব্যবস্হাই নেয়নি, উল্টে শাসক দল এই নির্যাতিতাদের পরিবারের লোকজনের ওপর হুমকি, শাসানি, অত্যাচার চালাচ্ছে৷‌ সে ক্ষেত্রেও নীরবতা রয়েছে পুলিসের৷‌ আমাদের অনুমান, পুলিস এই সমস্ত ঘটনায় মামলা এমনভাবে সাজাচ্ছে, যাতে ধর্ষণকারী ও খুনিরা পার পেয়ে যায়৷‌ এভাবে চলতে থাকলে রাজ্য চূড়াম্ত নৈরাজ্যের দিকে চলে যাবে৷‌ এখনই নিয়ন্ত্রণ করা উচিত৷‌ বাম পরিষদীয় দলে এদিন ছিলেন আনিসুর রহমান, সুভাষ নস্কর, গৌরাঙ্গ চ্যাটার্জি, প্রবোধ সিন‍্হা, অরুণ মহাপাত্র, বিরাম মান্ডি, বিজয় বাগদী, ইদ মহম্মদ ও আবদুর রহমান ব'৷‌ বিরোধী দলের ডেপুটি লিডার সুভাষ নস্কর বলেন, আমরা রাজ্যপালের কাছে এই অবস্হার সুরাহা চেয়েছি৷‌ এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে বামপম্হীদের পার্টি অফিস ভেঙে, বামপম্হীদের বাড়ি, সম্পত্তির দখল নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে৷‌ এ পর্যম্ত বামপম্হী সমর্থকদের তাঁদের নিজেদের বাড়িতে থাকার জন্য প্রায় ৬০ কোটি টাকা জরিমানা বা তোলা দিতে হয়েছে৷‌ ১৫৯০ জন বামপম্হীকে খুন হতে হয়েছে শাসক দলের কর্মীদের হাতে৷‌ পুলিস নির্বিকার৷‌ উল্টে আক্রাম্তদের নামে মিথ্যে মামলা দিতে শুরু করেছে৷‌ পাশাপাশি এ রাজ্যে এখন মহিলারা আর নিরাপদ থাকতে পারছেন না৷‌ রোজই কোথাও না কোথাও ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটছে৷‌ সেখানেও পুলিস আক্রাম্তদের ছেড়ে অপরাধীদের নিরাপত্তা দিতে ব্যস্ত৷‌ এভাবে চললে পুলিস ও প্রশাসনের ওপর থেকে সাধারণ মানুষের ভরসা পুরোপুরি উঠে যাবে৷‌ চূড়াম্ত নৈরাজ্যের দিকে চলে যাবে রাজ্য৷‌ আনিসুর রহমান বলেন, আমরা রাজ্যপাল মহোদয়কে বলেছি, আপনি সাংবিধানিক প্রধান৷‌ আপনি সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্হা নিন৷‌ প্রতিনিধি দলের দাবি, রাজ্যপাল তাঁদের কথা দিয়েছেন সংবিধানের মধ্যে থেকে যা করা যায় তা তিনি করবেন৷‌ সরকারের সঙ্গে কথা বলবেন৷‌

থানায় এসে অভিযোগ বিশ্বভারতীর নির্যাতিতার

Google plus share
Facebook share
Twitter share
LinkedIn share

চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: শাম্তিনিকেতন, ৩ সেপ্টেম্বর– বিশ্বভারতীর কলাভবনের নির্যাতিতা শাম্তিনিকেতনে ফিরে এলেন৷‌ বুধবার তিনি নিজেই পুলিসের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন৷‌ বোলপুরের এস ডি পি ও সূর্যপ্রতাপ যাদব ছাত্রী ও তাঁর বাবাকে বারবার জিজ্ঞাসা করেন বিশ্বভারতীর বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কি না৷‌ তাঁরা জানিয়ে দেন পরে ভাবনাচিম্তা করে বলবেন৷‌ এস ডি পি ও সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, আগামী কাল ছাত্রীটির আদালতে ১৬৪ ধারায় গোপন জবানবন্দী নেওয়া হবে৷‌ অন্যদিকে, বিশ্বভারতীর অভিযোগের ভিত্তিতে ধৃত তিন ছাত্রকে আজ আদালতে হাজির করানো হয়৷‌ তদম্তের স্বার্থে ধৃতদের আরও পাঁচ দিনের পুলিস হেফাজত হয়৷‌ আজ সকালে বাবার সঙ্গে ওই ছাত্রী ফেরেন শাম্তিনিকেতনে৷‌ কার্যত বোলপুর স্টেশন থেকে পাহাড়ী এলাকার ছাত্রছাত্রীরা তাঁদের ঘিরে নিয়ে আসেন শাম্তিনিকেতনের পুলিস তদম্ত কেন্দ্রে৷‌ এক মহিলা পুলিস অফিসারের কাছে ছাত্রীটি বয়ান লিপিবদ্ধ করেন৷‌ বিকেলে পুলিস কেন্দ্র ছাড়ার সময় ছাত্রীটির বাবা ভবানী প্রধান সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে সাংবাদিকদের ডাকেন৷‌ জানিয়েছেন, তাঁর মেয়ের বিশ্বভারতীতে পড়া না-পড়ার ব্যাপারটা এখন গৌণ, মুখ্য হল বিচার৷‌ এর জন্য তাঁকে যতদূর যেতে হয় তিনি যাবেন৷‌ এখানকার অনেক ছাত্র-শিক্ষক যেমন তাঁকে সহযোগিতা করেছেন, আবার অনেকে অসহযোগিতাও করেছেন৷‌ অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি আজ এই ঘটনার প্রতিবাদ জানাতে শাম্তিনিকেতনে প্রতিবাদ সভা করেন৷‌ তাঁর নেতৃত্বে কংগ্রেস নেতা সুশোভন বন্দ্যোপাধ্যায়, তপন সাহা, জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ জিম্মি-সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল উপাচার্য সুশাম্ত দত্তগুপ্তের সঙ্গে দেখা করেন৷‌ বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে বিলম্ব কেন করলেন, তা নিয়ে উপাচার্যর সঙ্গে কথা হয়েছে৷‌ এদিকে, বিশ্বভারতী কর্তৃপক্ষ এদিন এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, উপাচার্যের আমন্ত্রণে বিশ্বভারতী ও মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি এসেছিলেন৷‌ তবে তিনি সম্প্রতি কলাভবনের ঘটনায় বিশ্বভারতীর নেওয়া পদক্ষেপের জন্য উপাচার্যের কাছে সম্তোষ প্রকাশ করেছেন৷‌

অনুব্রতের হুমকির সঙ্গে সাগর-হত্যার যোগ মেলেনি, কোর্টে জানালেন ডিজি

অনুব্রত মণ্ডলের হুমকি দেওয়ার সঙ্গে সাগর ঘোষের খুনের ঘটনার সরাসরি কোনও যোগসূত্র পায়নি বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই কারণে অনুব্রবাবুকে এখনও গ্রেফতার করা হয়নি বা তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়নি। পাড়ুই-হত্যা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে হাজির হয়ে রাজ্য পুলিশের ডিজি জিএমপি রাজাশেখর রেড্ডি এ কথাই জানিয়েছেন। বিচারপতি প্রশ্ন করেন, ডিজি-র কি কখনও মনে হয়েছিল যে অনুব্রতবাবুকে গ্রেফতার করা দরকার? এই প্রশ্নের জবাবে ডিজি বলেন, এটি একটি অন্য বিষয়। তিনি পুলিশ সুপারকে দ্রুত তদন্ত শেষ করতে বলেছেন। বিচারপতি প্রশ্ন করেন, ডিজি কি মনে করেন না যে দু'টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে?

নিজস্ব সংবাদদাতা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


ভারতে শাখা খুলছে আল-কায়দা, জানালেন জাওয়াহিরি

আল-কায়দার ভারতীয় শাখা স্থাপনের কথা ঘোষণা করলেন জঙ্গি সংগঠনের বর্তমান প্রধান আমন আল জাওয়াহিরি। বুধবার ৫৫ মিনিটের এক ভিডিও বার্তায় তিনি জানান, ভারতীয় উপমহাদেশ জুড়ে 'জিহাদের পতাকা' তুলে ধরতেই এই শাখার সূচনা। একই সঙ্গে আফগানিস্তানের পলাতক তালিবান নেতা মোল্লা ওমরের প্রতি তাঁর বিশ্বস্ততা বজায় থাকবে বলেও জানিয়েছেন জাওয়াহিরি।

সংবাদ সংস্থা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


সদানন্দ গৌড়ার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধর্ষণ, প্রতারণা ও অপহরণের অভিযোগে এ বার গ্রেফতারি পরোয়ানা জারি হল কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার ছেলে কার্তিক গৌড়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে বেঙ্গালুরুর একটি আদালত। কার্তিকের বিরুদ্ধে বিয়ের নাম করে প্রতারণার অভিযোগ তুলেছিলেন কর্নাটকের এক মডেল তথা উঠতি অভিনেত্রী।

সংবাদ সংস্থা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


ADVERTISEMENT

বেলুড়ে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ছাত্রী

কলেজ নেই তাই শুধু টিউশান সেরেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে বলে বেরিয়েছিল একুশ বছরের তরুণীটি। কিন্তু আধ ঘন্টার মধ্যেই তাঁর পরিবারের লোকজন পরিচিতদের ফোনে জানতে পারলেন হাসপাতালে পড়ে রয়েছে ওই তরুণীর নিথর দেহ। রেল লাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। যদিও কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি কানে হেড ফোন লাগানো থাকায় ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে সানিয়া

জীবনের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের থেকে আর মাত্র এক ম্যাচ দুরে সানিয়া মির্জা। বুধবার গভীর রাতে ব্রাজিলীয় পার্টনার ব্রুনো সোরেসকে সঙ্গী করে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছলেন তিনি। তবে সেমিফাইনালে শীর্ষবাছাই ইন্দো-ব্রাজিলিয়ান জুটিকে তাইপে-জার্মানির অবাছাই জুটিকে হারাতে বেশ বেগ পেতে হয়। দেড় ঘণ্টার বেশি চলা ম্যাচে ৭-৫, ৪-৬, ১০-৭ ফলে জেতেন সানিয়ারা। ফাইনালে তাঁদের সামনে মার্কিন-মেক্সিকোর অবাছাই জুটি।

সংবাদ সংস্থা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


ভবানীপুরে ২৭ ক্লাবে কোটি টাকা সারদার

টাকা তো নয়, যেন খোলামকুচি! দু'সপ্তাহের মধ্যে কলকাতার ২৭টি ক্লাবকে প্রায় এক কোটি টাকা দিয়েছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে সিবিআইয়ের। তার চেয়েও বড় কথা হল, যে সময়ে এবং যে এলাকার ক্লাবকে ওই টাকা দেওয়া হয়েছিল, সেটা থেকেই বড় রহস্যের গন্ধ পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। তাঁদের একাংশের ধারণা, ওই টাকা বিলোনোর পিছনে রীতিমতো রাজনৈতিক অঙ্ক ছিল।

শুভাশিস ঘটক
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


মুকুলের মন্তব্যের নাগপাশে জড়াচ্ছে তৃণমূল

শুরু করেছিলেন ছেলে। এ বার সুর ধরলেন বাবা! ধাপে ধাপে তবে কি বৃহত্তর কোনও পরিকল্পনার দিকে এগোচ্ছেন রায়-বাহিনী? তৃণমূলের অন্দর মহল ফুটছে এমনই জল্পনায়! রেল-সারদা যোগাযোগ নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের মন্তব্য শাসক দলে তোলপাড় ফেলে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


ব্যাঙ্কে সিবিআই হানা, নাম মিলল প্রভাবশালীদের

সারদার ব্যাঙ্ক-নথি থেকেও এ বার প্রভাবশালী ব্যক্তিদের নাম পেল সিবিআই। কারা সেই প্রভাবশালী ব্যক্তি, তা অবশ্য খোলসা করে বলেননি তদন্তকারীরা। তবে বেশ কয়েক জন প্রভাবশালীর সঙ্গে সারদার সম্পর্ক নিয়ে যে তথ্য ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে, তার সঙ্গে এই ব্যাঙ্ক থেকে পাওয়া নথি মিলিয়ে দেখা হবে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


ঝক্কি এড়াতেই সারদার কিছু বন্দির জেল বদল

শুধু আলিপুর সেন্ট্রাল জেলেই সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির ছ'জন তাবড় বন্দির ভিড় হয়ে গিয়েছিল। অচিরেই ওই ঘটনায় আরও কয়েক জনকে সেখানে পাঠানোর সম্ভাবনা আছে। সারদা কাণ্ডের মতো মামলার এত অভিযুক্তকে একই জেলে বেশি দিন রাখাটা তাঁদের নিরাপত্তার দিক থেকে ঝুঁকি হয়ে যাবে বলে মনে করছে কারা দফতর। সেই জন্য ওই অভিযুক্তদের কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি কারাগারে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


সিন্ডিকেটে রক্ষা নেই, জরিমানার বিষফোড়া

প্রায় কোটি টাকা দিয়ে কেনা আধ একর জমির উপরে এত দিনে ছ'তলা বাড়ি তৈরি হয়ে যাওয়ার কথা। রয়্যাল ব্যাঙ্ক অব স্কটল্যান্ড, বার্কলেজ, ব্যাঙ্ক অব আমেরিকার মতো প্রথম সারির ব্যাঙ্কগুলির কাজ নিয়ে দিনরাত ব্যস্ত থাকার কথা ৪০০ অ্যানালিস্টের। কিন্তু জমি নেওয়ার সাত বছর পরে সব মিলিয়ে সাড়ে তিন কোটি টাকা লগ্নি করেও অফিস চালু করে উঠতে পারেননি কলকাতায় ছোটবেলা কাটিয়ে ইংল্যান্ডে থিতু হওয়া এক ব্যবসায়ী। সিন্ডিকেটের দাপট আর হিডকো-র আইনি চোখরাঙানিতে নিজের শিকড়ে ফেরার স্বপ্ন এখন দুঃস্বপ্ন বলে মনে হয় তাঁর। জোড়া চাপে এতটাই সন্ত্রস্ত তিনি, যে নিজের বা সংস্থার নামটুকু পর্যন্ত প্রকাশ্যে আনতে রাজি নন।

গার্গী গুহঠাকুরতা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


এত উদ্বৃত্ত, তবু কেন আরও চার জলবিদ্যুৎ প্রকল্প

তাঁর উত্তরবঙ্গ সফরের মধ্যে তিস্তা এবং রাম্মাম নদীর উপরে চারটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পগুলি নির্মাণের কথা রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি-র।

পিনাকী বন্দ্যোপাধ্যায়
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


লেপচা বোর্ডের অনুষ্ঠানেই সরকারি প্রকল্পের উদ্বোধন, অসন্তোষ পাহাড়ে

লেপচা উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে গিয়ে তাঁদের কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরে বুধবার ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের একাধিক প্রকল্পেরও উদ্বোধন করায় পাহাড়ে লেপচাদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, এই অনুষ্ঠান সরকারি মঞ্চ হিসেবেও ব্যবহৃত হওয়ায় পর্ষদের স্বাতন্ত্র্য নিয়েই প্রশ্ন উঠতে পারে।

কিশোর সাহা ও রেজা প্রধান
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


'ইকবাল'-এর বোন মধুচক্রে, হতবাক ফিল্মি দুনিয়া

জাতীয় পুরস্কারের মঞ্চে ছোট্ট মেয়েটি। ২০০২ সালে 'মাকড়ি' ছবিতে যমজ বোন চুন্নি ও মুন্নির চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য। কাট... ২০১৪। হায়দরাবাদের বানজারা হিলসের একটি নামিদামি হোটেলের মধুচক্রের আসর থেকে পুলিশ টেনে বার করছে সেই মেয়েটিকেই! 'মর্দানি' ছবিতে শিবানী শিবাজী রায়-রূপী রানি মুখোপাধ্যায় যখন নারীপাচারকারীদের ধোলাই দিয়ে নিষিদ্ধপল্লি থেকে মেয়েদের উদ্ধার করে সারা দেশের প্রশংসা কুড়োচ্ছেন, তখন রবিবার মধুচক্রের আসর থেকে বছর তেইশের শ্বেতা বসু প্রসাদের গ্রেফতার হওয়ার ঘটনায় হতবাক চলচ্চিত্র মহল।

প্রিয়াঙ্কা দাশগুপ্ত
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


বেল বাজিয়ে বাড়িতে হামলা, রক্ষা দিল্লির বিধায়কের

ভোর বেলা একাধিক বার বেলের শব্দ শুনে দরজা খুলেছিলেন বিধায়ক। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তখন জানিয়েছিল চাকরির ইন্টারভিউয়ের জন্য কিছু কাগজে সই লাগবে তাঁর। এর পর সই করার জন্য বাড়ির ভিতরে ঢুকতে গেলে সটান পিস্তল বার করে গুলি ছুড়তে থাকে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কোনও মতে দুষ্কৃতীর নাগাল ছাড়িয়ে প্রাণে বেঁচেছেন দিল্লির শাহদারা কেন্দ্রের বিজেপি বিধায়ক জিতেন্দ্র সিংহ শান্টি।

সংবাদ সংস্থা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


বিশ্বভারতী-কাণ্ডে রাষ্ট্রপতির কাছে চিঠি কমিশনের

বিশ্বভারতীতে পর পর উঠছে যৌন নিগ্রহের অভিযোগ। বিশেষত ভিন্‌-রাজ্যের ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযুক্তদের আড়াল করার অভিযোগও উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে বুধবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে ক্ষোভ জানালো রাজ্য মহিলা কমিশন। রাষ্ট্রপতির কাছে উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত এবং কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে তারা।

নিজস্ব প্রতিবেদন
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


'শ্লীলতাহানি'র রিপোর্ট দেবে কমিটি

হস্টেলের ঘরে বন্ধ করে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি-কে দিলেন যাদবপুর-কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ বুধবার এ কথা জানান। যত দ্রুত সম্ভব অভিযোগ খতিয়ে দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিতে হবে ওই কমিটিকে।

নিজস্ব সংবাদদাতা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


ইংল্যান্ড পরীক্ষায় ফেলল কোথায়, তাচ্ছিল্য ধোনির

ইংল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনিদের একপেশে ওয়ান ডে সিরিজ জয় নিয়ে যখন তুমুল হইচই চলছে, ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ভারত ফেভারিট কি না তা নিয়ে যখন আলোচনা চলছে, তখন ভারত অধিনায়ক ঠারেঠোরে বলে দিলেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষাটাই হল না! ওয়ান ডে সিরিজে ভারতকে ন্যূনতম ঝামেলাতেও ফেলতে পারেনি অ্যালিস্টার কুকের টিম।

সংবাদ সংস্থা
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e


1

নেইমার বনাম জুনিগা ছাপিয়ে শুরু বিশ্ব বনাম ব্রাজিল

2

ক্লাবের কথা ভেবে দেশের জার্সিতে আপাতত নেই মেসি

10-1

মেজাজে বালোতেলি হয়ে বাগানে নতুন যন্ত্রণা বোয়া

5-1

নাটকীয় চড়াই-উতরাইয়ের কোর্টে সানিয়ার 'মর্দানি'



দেশ

বিতর্ক সঙ্গী করে রাজ্যপাল সদাশিবম

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পালানিস্বামী সদাশিবমকে কেরলের রাজ্যপাল পদে নিয়োগ করল নরেন্দ্র মোদী সরকার। পঁয়ষট্টি বছর বয়সি সদাশিবম এ বছরেরই এপ্রিলে অবসর নিয়েছিলেন।

3
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

রাজ্য

শঙ্কুদের রাশ টানতে

টিএমসিপি-তে উপদেষ্টা কমিটি

অবশেষে মাথার উপরে একটি উপদেষ্টা কমিটি বসিয়ে শঙ্কুদেব পণ্ডা এবং তাঁর টিএমসিপিকে লাগাম পরানোর চেষ্টায় নামলেন তৃণমূল নেতৃত্ব। এর আগে শিক্ষামন্ত্রী একাধিক বার সতর্ক করে সংযত হতে বলেছেন।

10
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

জীবজগৎ ও পরিবেশ

দু'শো বছরেও কি সাফ

হবে গঙ্গা: সুপ্রিম কোর্ট

যে ভাবে কাজ চলছে তাতে আগামী ২০০ বছরেও গঙ্গা সাফ হবে কি না, বুধবার সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর অন্যতম প্রতিশ্রুতি ছিল, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ।

০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

কলকাতা

ভাঙা পথে বেপরোয়া বাস,

সল্টলেকে বলি স্কুলশিক্ষিকা

সল্টলেকে একের পর এক দুর্ঘটনার পরে প্রশাসন নানা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু রাস্তা মেরামতি, ট্রাফিক পুলিশ মোতায়েন, গাড়িচালকদের কর্মশালাই সার। বিরাম নেই দুর্ঘটনা ও মৃত্যুর। বুধবার সকালেই ফের সল্টলেকে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পঞ্চাশের এক স্কুলশিক্ষিকার।

4
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

কলকাতা

কমিটি গড়লেই আগুন

রোখা যায় না: সুব্রত

শহরের অগ্নি-সুরক্ষায় কোনও কমিটির সুপারিশই যে ঠিকমতো কার্যকর হয়নি, তা প্রমাণিত। মঙ্গলবার চ্যাটার্জি ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের পরে এ বার এই ভাবে কমিটি গড়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের বর্তমান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

2
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

রাজ্য

ঝর্নার দাবি 'নাক গলাইনি',

উল্টো বলছে আরামবাগ

আরামবাগ এলাকায় মানুষের 'ব্যক্তিজীবনে' নাক গলানোই 'কাল' হয়েছিল সিপিএমের। লোকসভা নির্বাচনে ভরাডুবির পরে হারের কারণ বিশ্লেষণে বসে দলের আরামবাগ-গোঘাট এলাকার নেতাদের সামনে এমনই তথ্য উঠে এসেছিল।

০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

নদিয়া-মুর্শিদাবাদ

গোল বাঁচাতেন, ছাত্র

গড়তেন হুইলার সাহেব

তিনিই ছিলেন কলেজ টিমের গোলকিপার। আবার ছাত্রদের কারও মাথায় যন্ত্রণা হলে মাথা টিপে দিতেন তিনি। আবার কোনও ক্লাসে অধ্যাপক না এলে তিনিই ক্লাস নিতেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের কিংবদন্তি অধ্যক্ষ রেভারেন্ড এডওয়ার্ড মন্টেগো হুইলার এমনই ব্যতিক্রমী শিক্ষক ছিলেন।

1-1
০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

বিদেশ

সাংবাদিক হত্যায় পাল্টা

জবাব ওবামারও

জেমস ফোলির পর স্টিভেন সটলফ। চোদ্দো দিনের ব্যবধানে ইন্টারনেটে ফের এক মার্কিন সাংবাদিকের মুণ্ডচ্ছেদের ভিডিও। যার শিরোনাম 'আমেরিকার কাছে দ্বিতীয় বার্তা।' আইএসের (ইসলামিক স্টেট) পোস্ট করা গত কালের ভিডিওটির সত্যতা আজই স্বীকার করেছে আমেরিকা।

০৪ সেপ্টেম্বর, ২০১৪
e e e

ধর্ষণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধর্ষণ একপ্রকার যৌন অত্যাচার। সঙ্গী বা সঙ্গিনীর ইচ্ছার বিরুদ্ধে বা অনুমতি ব্যতিরেকে যৌনাঙ্গের মিলন ঘটিয়ে বা না ঘটিয়েযৌন সংগমে লিপ্ত হওয়াকে ধর্ষণ বলা হয়।
ধর্ষণের সংবাদ প্রকাশ, বিচার ও অভিযুক্তের শাস্তিপ্রদানের হার বিভিন্ন বিচার ব্যবস্থায় বিভিন্ন প্রকার। মার্কিন যুক্তরাষ্ট্র বিচার পরিসংখ্যান ব্যুরো-র (১৯৯৯) হিসেব অনুসারে সেদেশের ধর্ষিতদের মধ্যে ৯১% মহিলা ও ৯% পুরুষ এবং ৯৯% ক্ষেত্রেই অপরাধী পুরুষ।[১] মহিলাদের একটি সমীক্ষা অনুযায়ী, যাঁরা তাঁদের উপর যৌন অত্যাচারের কথা স্বীকার করেন, তাঁদের মাত্র দুই শতাংশ বলেন যে তাঁরা কোনো অপরিচিত ব্যক্তির দ্বারা ধর্ষিত হয়েছেন।[২] পুরুষদের ক্ষেত্রে কারাগারে পুরুষ কর্তৃক পুরুষের ধর্ষণ একটি গুরুতর সমস্যা। একাধিক গবেষণা থাকে জানা যায়, পুরুষ-পুরুষ বন্দী ধর্ষণ ধর্ষণের সর্বাধিক পরিচিত একটি ধরন। অথচ এই ধর্ষণের সংবাদই সবচেয়ে কম প্রকাশ্যে আসে। কয়েকটি গবেষণা থেকে আরও জানা যায় যে এই ধরনের ধর্ষণের সংখ্যা সাধারণ জনসংখ্যায় পুরুষ-নারী ধর্ষণের মাথাপিছু ও আনুমানিক সংখ্যার চেয়েও বেশি।[৩][৪][৫]
ধর্ষণ ও যৌন ক্রীতদাসত্ব বহুপরিচিত ও বহু-অনুশীলিত অভ্যাস হলেও এটি মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধযুদ্ধাপরাধহিসেবেই গণ্য করা হয়। এছাড়াও ধর্ষণ গণহত্যা অপরাধের একটি উপাদান; বিশেষত যখন কোনো জাতিগোষ্ঠীকে সম্পূর্ণত বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা ঘটানো হয়ে থাকে।

পাদটীকা[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

  • Smith, Merril D. (2004)। Encyclopedia of rape। Westport, Conn: Greenwood Press। আইএসবিএন 0-313-32687-8
  • King, Michael B.; Mezey, Gillian C. (2000)। Male victims of sexual assault। Oxford [Oxfordshire]: Oxford University Press।আইএসবিএন 0-19-262932-8
  • Marnie E., PHD. Rice; Lalumiere, Martin L.; Vernon L., PHD. Quinsey (2005)। The Causes Of Rape: Understanding Individual Differences In Male Propensity For Sexual Aggression (The Law and Public Policy.)। American Psychological Association (APA)। আইএসবিএন 1-59147-186-9
  • Palmer, Craig; Thornhill, Randy (2000)। A natural history of rape biological bases of sexual coercion। Cambridge, Mass: MIT Press। আইএসবিএন 0-585-08200-6
  • Denov, Myriam S. (2004)। Perspectives on female sex offending: a culture of denial। Aldershot, Hants, England: Ashgate। আইএসবিএন 0-7546-3565-1
  • Bergen, Raquel Kennedy (1996)। Wife rape: understanding the response of survivors and service providers। Thousand Oaks: Sage Publications। আইএসবিএন 0-8039-7240-7
  • Groth, Nicholas A. (1979)। Men Who Rape: The Psychology of the Offender। New York, NY: Plenum Press। পৃ: 227।আইএসবিএন 0-738-20624-5
  • Shapcott, David (1988)। 'The Face of the Rapist। Auckland, NZ: Penguin Books। পৃ: 234। আইএসবিএন 0-14009-335-4
  • Lee, Ellis (1989)। Theories of Rape: Inquiries Into the Causes of Rape। Taylor & Francis। পৃ: 185। আইএসবিএন 0-89116-172-4
  • McKibbin, W.F., Shackelford, T.K., Goetz, A.T., & Starratt, V.G. (2008). Why do men rape? An evolutionary psychological perspective. Review of General Psychology, 12, 86-97. Full text

বহিঃসংযোগ[সম্পাদনা]

No comments: