ঢাকাঃ বিএনপি জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনেও বাংলাদেশে অশান্তি অব্যাহত৷ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বোমাবাজি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে৷ পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ৷ বেশ কয়েকজন হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ৷ দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি৷
আটক নেতাকর্মীদের মুক্তি, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন সহ একাধিক দাবিতে বুধবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও ১৮ দলের জোট৷ বুধবারের পর বৃহস্পতিবারও হরতালের জেরে দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা গিয়েছে৷
হরতালের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মিছিল ও পিকেটিং করে হরতাল সমর্থকরা৷ দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি ও অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে হরতাল সমর্থকদের বিরুদ্ধে৷ সকালে ঢাকার যাত্রীবাড়ি এলাকায় অবরোধকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ৷ কয়েকটি হাতবোমা ছোড়া হয় বলেও অভিযোগ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রবার বুলেটও ছুড়তে হয়৷ ঢাকার মুগদা এলাকাতেও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়৷ সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের সামনে একটি অটোরিকশা ভাঙচুর করে বিএনপি সমর্থকরা৷ অশান্তির খবর পাওয়া গেছে মীরপুর, ধোলাইরপাড় ও কেরানিগঞ্জ থেকেও৷।
এদিন ঢাকা ও দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে যানচলাচল ব্যাহত হয়েছে৷ দূরপাল্লার অধিকাংশ বাস রাস্তায় নামেনি৷ সাধারণ পরিবহণ চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম ছিল৷
অন্যদিকে, জামাত শীর্ষ নেতা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির নির্দেশের বিরুদ্ধে বৃস্পতিবারই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী৷

http://www.abpananda.newsbullet.in/international/61-more/35095-2013-03-28-10-39-44


নয়াদিল্লি: ২০১৪-এ লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে সরকার গড়বে দল৷ নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ রাজনাথ সিংহের পাশে দাঁড়িয়ে বিতর্কিত এই মন্তব্য করেছেন বিজয় গোয়েল৷ তবে দলের চাপে পরে ফের সুর বদলের চেষ্টা করছেন তিনি৷

ফের বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এল লালকৃষ্ণ আডবাণীর নাম৷ নরেন্দ্র মোদীর নাম যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এগিয়ে, তখন আডবাণীর হয়ে সওয়াল করলেন  বিজেপি নেতা বিজয় গোয়েল৷ রাজনাথ সিংহের পাশে দাঁড়িয়েই আজ দিল্লিতে বিজয় গোয়েল বলেন, ২০১৪ সালে আডবাণীর নেতৃত্বেই কেন্দ্রে সরকার গড়বে৷ তার কিছুক্ষণ পরেই বিতর্ক বুঝে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বিজয় গোয়েল৷ তিনি বলেন, প্রবীণ নেতা হিসেবেই আডবাণীর নাম তিনি বলেছেন৷ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে, তা ঠিক করবে দলের সংসদীয় বোর্ড৷ 

http://www.abpananda.newsbullet.in/national/60-more/35366-2013-04-06-08-15-56