Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Thursday, August 29, 2013

ধ্যানচন্দ্র, রামচন্দ্র এবং ‘স্কুপ’ভাগ্য

ধ্যানচন্দ্র, রামচন্দ্র এবং 'স্কুপ'ভাগ্য

ধ্যানচন্দ্র, রামচন্দ্র এবং 'স্কুপ'ভাগ্য
স্ট্রাইকার 

আমাদের খেলার রামায়ণের রামচন্দ্র ওরফে ধ্যানচন্দ্রের সাক্ষাত্কারের সোনালি -জয়ন্তী থেকে আর মাত্র চার বছর দূরে৷ সামান্য ঠিকে ক্রীড়া -সাংবাদিক , তাই ধ্যানচাঁদের মতো ব্যক্তিত্বকে ছোঁয়ার আগে অন্তরে সেদিন ভরপুর থরথরানি ছিল৷ প্রায় কাকডাকা ভোর৷ পার্ক স্ট্রিটের চৌমাথায় ভারত -পিতা সারা রাতে হিমমেখে -ডান্ডি অভিযানের প্রতীকে মগ্ন৷ সঙ্গী ফোটোগ্রাফার সুনীল দাশ৷ পঞ্চাশ -ষাটের দশকে ক্রীড়া-মগ্ন কলকাতার খেলার খবর যার লেন্সই বেশি ঝলসে উঠত৷ গন্তব্য পার্ক স্ট্রিটের মোড়ের কাছেই বাস্কেট কাম হকির মেয়েদের অনুশীলনের মাঠ৷ এখন পাতালে সেঁধিয়েছে৷ এই মাঠে লেসলি ক্লডিয়াসের বউ নি জুয়েল , লিয়েন্ডারের মা জেনিফার বা শিরিন কিয়াসরা প্র্যাকটিস করেছেন৷ যত আবেগ উাস এখানে এসেই যেন ঠোক্কর খেল৷ চারিদিক ভোঁ ভাঁ, কা কস্য পরিবেদন৷ জেদের পারদ কিন্ত্ত চড় চড় করে চড়ছে৷ সবই অলীক স্কুপের টান৷ 

ঠাহর হল একবার তবে কাছেই কিড স্ট্রিটের এম এল এ হস্টেলে ঢুঁ মারি৷ দোতলার ঘরের বারান্দায় আমাদের হকি -রত্ন সাক্ষাত্ দাঁড়িয়ে৷ গায়ে গেঞ্জি৷ তখন মুখ ধোওয়া হয়নি৷ পেটানো চেহারায় সামরিক অনুশাসন গমগম করছে৷ মাথার উপর ভাঙা বাল্ব৷ রাত ভোর দানাপানি পেটে পড়েনি৷ সন্তর্পণে সৌজন্যের হাত বাড়ালাম৷ মেজাজ যথারীতি খাট্টা৷ হাতে হাত দিতেই প্রায় তড়িতাহত৷ এই পানি -পীড়নে এক সময় হিটলার , ব্র্যাডম্যান ও জওহরলালরাও ধন্য হয়েছেন৷ ব্যস্ত ক্রীড়া -পরিষদের ডাকে উনি বঙ্গজনের পরম অতিথি৷ অথচ হেনস্থার শিকার !এমন বিপন্ন অবস্থায় কথা বলা দায়৷ আশ্চর্য এরই মধ্যে কথা বললেন , যদিও যথেষ্ট বিরক্তির সঙ্গে৷ 

ব্যক্তিগত ভাবে নিজেও বার বার ভেবেছি৷ সময়ের কাঁটাটা যদি তিরিশ বছর পিছিয়ে দিই৷ অদূরে ময়দানে বেটনের -বাসন্তী পুজো হচ্ছে৷ ভারত সেঁচে হিরেমতি খচিত ডজন তিনেক দলের তুল্যমূল্য লড়াই৷ দর্শকের দু'চোখ ভরে দেখার বাসনা , ধ্যান -রূপ দুই ভাইয়ের পুশ -ড্রাই-ফ্লিকের স্টিকের ঝলক৷ এ যেন হকির কুম্ভ মেলা৷ বেটন হচ্ছে , স্যুভেনিরে ছড়া কাটা হচ্ছে নামজাদা টিমের নামের আদ্যাক্ষর ঘিরে৷ 

দুই ভাই উঠতেন মধ্য কলকাতার ব্রডওয়ে হোটেলে৷ সারা কলকাতা ভেঙে পড়ত ওই হোটেলের আশপাশে , নিছক গৌরবান্বিতের গৌরবছটায় পুলকিত হতে৷ 

সময়ের তফাতে এমন বীরের বঞ্চনা , অথচ হস্টেলের ওই কয়েকশো গজ দূরে কান পাতলে ঈথারে সেই ধ্যান -রূপের খেলার সমঝদারদের হাততালি বোধ হয় শোনাও যেত৷ 

এই সব সাতপাঁচ ভাবছিলাম ধ্যানচন্দ্রকে অসহায় দেখতে দেখতে৷ লা পিয়েরের সিটি অব জয় তখন আমার গলার কাঁটায় পরিণত - সিটি অব পরাজয়৷ 

টুকটাক কথা হল, নোট নিলাম৷ দেশ টুকরো টুকরো হয়ে হকির ভারতও দু-আধখানা হওয়ায় জাদুকরও যথেষ্ট ক্ষুব্ধ৷ তবে সিন্থেটিক মাঠে খেলতে উপমহাদেশের প্লেয়ারদের বাধ্য করা হচ্ছে , এটা তাঁর কাছে ঢাল -তরোয়াল কেড়েকুড়ে যুদ্ধে নামানোরই সামিল৷ ওঁর টনটনে বিশ্বাস দেখেছিলাম , ভারত -পাক এক থাকলে এ ভাবে জব্দ করা যেত না৷ এমন ভারত -বিদ্বেষী হকি -পরিবেশে দেশেও যেন হকি -চর্চায় ভাঁটা চলেছে , এতে তাঁর দুঃখের আর শেষ নেই৷ তিনি যেন ভারতীয় হকির শেষ দেখতে পাচ্ছিলেন৷ 

ভাবুন, পরাধীন ভারতে ১৯৩৬ -এর বার্লিন অলিম্পিকে ব্রিটিশ -পতাকা হাতে মার্চ পাস্ট করতে হয়৷ বুকের জ্বালা মেটে খেলার মাঠে নামার আগে৷ জাতীয় কংগ্রেসের তেরঙায় প্রণাম জানিয়ে তাঁরা মাঠে ঢোকেন৷ যেন আনন্দমঠের বীর সন্ন্যাসী৷ লক্ষ্য --হকি স্টিক হাতে আমরা দেশের জন্য বলি প্রদত্ত৷ হায় ! জাদুকরের সাক্ষাত্কারের সন্তাহখানেক পরে কলকাতার তাবত্ সাংবাদিকদের স্কুপ -মিসের আপশোসে কিন্ত্ত খবরদার ক্ষোভ মেটায় ধ্যানচাঁদকে দিয়ে জোর করে ঘটনার প্রতিবাদ লিখিয়ে৷ উনি লেখেন , ওঁকে সাংবাদিক জানলে আমার কথা বলতাম না৷ অলমতি বিস্তারেন ! 

No comments: