Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Wednesday, August 14, 2013

জামাইয়ের দায়ে বিপাকে সনিয়া

জামাইয়ের দায়ে বিপাকে সনিয়া

জামাইয়ের দায়ে বিপাকে সনিয়া
গৌতম হোড়


নয়াদিল্লি: লোকসভায় গলা ফুলিয়ে স্লোগান দিচ্ছিলেন বিজেপি সাংসদরা, 'কংগ্রেস কা হাত, দামাদ কা সাথ'৷ আর রাজ্যসভায় তাঁদের স্লোগান, 'চোর হ্যায় তো চোর হ্যায়, দামাদ হ্যায় তো কেয়া হ্যায়৷' এই 'দামাদ' আর কেউ নন, সনিয়া গান্ধীর জামাই রবার্ট ভাদরা৷ আইএএস অফিসার অশোক খেমকার কল্যাণে ভাদরার জমি কেলেঙ্কারি আবার সংবাদ শিরোনামে৷ আর সেই অস্ত্রকে কাজে লাগিয়ে সনিয়া গান্ধী ও কংগ্রেসকে বিপাকে ফেলতে মঙ্গলবার সকাল সকালই লোকসভা ও রাজ্যসভায় রবার্ট ভাদরার প্রসঙ্গ তুলল বিজেপি৷ হরিয়ানায় ভাদরার বিতর্কিত জমি-লেনদেন নিয়ে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্ত দল তৈরি করা হোক, এমন দাবিও করা হয়েছে প্রধান বিরোধী দলের তরফে৷ 

রবার্টকে আক্রমণ করা মানে এক অর্থে সনিয়াকেই সরাসরি আক্রমণ৷ বাদল অধিবেশন চলাকালীন হাঙ্গামা তোলার এমন সুযোগ ছাড়েনি বিজেপি৷ গোলমালের জেরে প্রথমে ১২টা পর্যন্ত ও পরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাখতে হয় অধিবেশন৷ তা সত্ত্বেও যে সনিয়া অন্তত এই মুহূর্তে বড়সড় অস্বস্তিতে পড়ছেন না, তার কারণ মায়াবতী ও মুলায়ম সিং যাদব৷ এতদিন বিভিন্ন সঙ্কটমুহূর্তে ইউপিএ সরকারকে বাঁচিয়েছেন তাঁরা, এ দিন বিজেপির আক্রমণ থেকে সনিয়াকে বাঁচাতে এগিয়ে এলেন৷ সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দু'দলেরই বক্তব্য, জামাইয়ের কাজকারবারের সঙ্গে সনিয়ার রাজনৈতিক পরিচয়কে এক করে দেখা উচিত নয়৷ সনিয়ার পাশেই আছে তারা৷ 

মায়াবতী এ দিন বলেন, 'জামাই কী করেছেন না করেছেন তার জন্য সনিয়া গান্ধী কী করে দায়ী হবেন? আত্মীয়দের সঙ্গে নেতাদের জড়িয়ে দেখা উচিত নয়৷' অন্য দিকে সমাজবাদী পার্টির নরেশ আগরওয়ালের মত হল, রবার্ট ভাদরাকে নিয়ে বিজেপি রাজনীতি করছে৷ তাঁকে সরকারি দামাদ বলা হচ্ছে৷ এটা সমাজবাদী পার্টি মানতে পারছে না৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা যায়৷ সনিয়া গান্ধীর সঙ্গে এর কী সম্পর্ক? 

লোকসভায় রবার্ট ভাদরা নিয়ে আক্রমণ শানান প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি সাংসদ যশবন্ত সিনহা৷ তাঁর কথায়, 'দুনিয়ায় অনেক নামকরা বিজনেস স্কুল আছে৷ সেখানে বেসরকারি শিল্পপতিদের শেখানো হয়, কী করে কোটি কোটি টাকা উপার্জন করতে হয়৷ কিন্ত্ত আমাদের দেশে উঁচুতলায় দারুণ যোগাযোগ আছে এমন এক ভদ্রলোক আছেন, যিনি কোনও বিজনেস স্কুলে না গিয়েই কোটি কোটি টাকা কামাচ্ছেন৷' এরপরই শুরু হয় প্রবল হইচই৷ কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমে আসেন৷ সনিয়ার সপক্ষে স্লোগান দিতে থাকেন৷ পরে সংসদের বাইরে যশবন্ত বলেন, অর্থমন্ত্রীর উচিত তাঁর স্কুলে ভর্তি হয়ে এটা শেখা যে কী করে কোনও বিনিয়োগ ছাড়াই শয়ে শয়ে কোটি টাকা কামানো যায়৷ কংগ্রেস অবশ্য এ নিয়ে সংসদে আলোচনা না হতে দেওয়া বিষয়ে অনড়৷ তথ্য ও সম্প্রচারমন্ত্রী মণীশ তিওয়ারির কথায়, 'একজনের ব্যক্তিগত বিষয়আশয় সংসদের কক্ষে টেনে আনা হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক৷ বিজেপি নোংরা রাজনীতি করছে৷' 

পরে সর্বদলীয় বৈঠকে বিরোধী নেত্রী সুষমা স্বরাজ দাবি করেন, সংসদে রবার্ট ভাদরাকে নিয়ে তাঁদের বলতে দিতে হবে৷ সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তও জানান, একজন সম্পর্কে সরকার কেন এত স্পর্শকাতর হবে? কংগ্রেসের পাল্টা বক্তব্য, রবার্ট ভাদরা সংসদ সদস্য নন৷ তাছাড়া এটা হরিয়ানার রাজ্য সরকারের ব্যাপার৷ লোকসভাটা রাজ্যের বিষয় নিয়ে আলোচনার জায়গা নয়৷ কিন্ত্ত বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বললেন, তাঁরা সংসদের মধ্যে বিষয়টি তুলবেনই৷ এটা হরিয়ানার ব্যাপার নয়, এটা জাতীয় লুঠ৷ তাছাড়া এর সঙ্গে যে যে বিষয় যুক্ত, যেমন আয়কর, ব্যাঙ্কিং, ইত্যাদি তো কেন্দ্রেরই এক্তিয়ারে৷ তাই রবার্ট ভাদরা প্রসঙ্গ তোলার অধিকার তাঁদের আছে৷ বোঝা যাচ্ছে, সনিয়ার জামাই প্রসঙ্গ সহজে ছেড়ে দিতে নারাজ বিজেপি৷ 

No comments: